Thursday, August 28, 2025
HomeScrollকৃষ্ণা নবমীতে বড় যোগ, কেরিয়ারে উন্নতি কাদের?

কৃষ্ণা নবমীতে বড় যোগ, কেরিয়ারে উন্নতি কাদের?

ওয়েব ডেস্ক: ভাগ্যের দরজা খুলছে আজ কার! তালিকায় আছে চমক আর সাবধানবার্তা। কেউ পাবে অর্থের সুখবর তো কেউ সামলাবে সম্পর্কের ঝড়। রাশিফল (Rashifal) বলছে আজকের দিন লুকিয়ে রেখেছে নতুন মোড়। কোথাও প্রেমে মিলবে সুর, কোথাও আবার আসবে অর্থের নতুন দিশা। তবে কার ভাগ্যে আছে সুসংবাদ, আর কার জন্য অপেক্ষা করছে সতর্কতার সাইরেন? জেনে নিন আজকের সম্পূর্ণ রাশিফল, শুরু হোক আপনার ভাগ্যপথের হিসেব (Daily Horoscope in Bengali)!

মেষ (Aries): কাজের চাপে কিছুটা ক্লান্তি আসতে পারে। তবে সন্ধ্যাবেলায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিক প্রশান্তি পাবেন।

বৃষ (Taurus): আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। নতুন কিছু কেনাকাটা হতে পারে, তবে বাজেট দেখে চলুন।

আরও পড়ুন: কেমন যাবে এপ্রিল মাসের এই সপ্তাহ

মিথুন (Gemini): আজ বন্ধু বা পরিচিত কারও সঙ্গে মতভেদ হতে পারে। ঠান্ডা মাথায় আলোচনা করলে পরিস্থিতি সামলানো সম্ভব।

কর্কট (Cancer): কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা। তবে সহকর্মীদের সঙ্গে অহংবোধে টানাপোড়েন এড়িয়ে চলুন।

সিংহ (Leo): দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান পাওয়ার ইঙ্গিত আছে। আইনগত বিষয়ে কেউ সাহায্য করতে পারে।

কন্যা (Virgo): প্রেম বা দাম্পত্য সম্পর্কে নতুন মোড় আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা দরকার।

তুলা (Libra): শরীর ভালো থাকবে না, বিশেষ করে ঠান্ডা বা গলা নিয়ে সমস্যা হতে পারে। বিশ্রাম নেওয়া দরকার।

বৃশ্চিক (Scorpio): সৃজনশীল কাজে সাফল্য আসবে। শিল্প, গান বা লেখালিখির সঙ্গে যুক্তরা বিশেষ স্বীকৃতি পেতে পারেন।

ধনু (Sagittarius): ভ্রমণের পরিকল্পনা হঠাৎ বাতিল হতে পারে। তবে এটি ভবিষ্যতের জন্য ভালো হবে।

মকর (Capricorn): আজ নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। দায়িত্বশীল পদে উন্নতি হতে পারে।

কুম্ভ (Aquarius): অর্থ নিয়ে উদ্বেগ বাড়তে পারে, কিন্তু দিনের শেষে কিছু সুসংবাদ মিলতে পারে।

মীন (Pisces): পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা বা যোগাযোগ হতে পারে, যা মানসিকভাবে আনন্দ দেবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News